মন্তব্য
আমায় ডেকো না ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না, বিবাগী এ মন নিয়ে জন্ম আমার, যায় না বাঁধা আমাকে, কোন পিছু টানের মায়ায়... পড়তে গেলেই কথাগুলো খুবই পরিচিত লাগবে।
লাগাটাই স্বাভাবিক- কেননা তুমুল জনপ্রিয় গানের কথামালা এসব। লাকী আখন্দের বহুল শ্রোতাপ্রিয় এই গান এবার কণ্ঠে তুলেছে ন্যান্সি কন্যা।
রোদেলা স্কুলের গণ্ডি পেরনোর আগেই মা'কে অনুসরণ করছে। এর আগে বেশ কয়েকটি গান কণ্ঠে ধারণ করে রোদেলা। তবে এবার যেন একটু সাহসের কাজই করে ফেলল।