মন্তব্য
পাবনার আটঘরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা আটঘরিয়ায় আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া, র্যঅলী ও আলোচনা সভা হয়েছে।
শুক্রবার(১৩ অক্টোবর) উপজেলার পরিষদের সামনে এ মহড়া দেয় উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম। বক্তব্য দেন- উপজেলা ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের সিনিয়র ব্যবস্থাপক অসিকুর রহমান প্রমুখ।
বিডি/আফতাব হোসেন/সি/এমকে