ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান যুদ্ধে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে নীলফামারীর ডোমারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ।
শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুমা ডোমার বাটার মোড় থেকে এ মিছিল বের হয়। মিছিল শেষে ডোমার বাটার মোড়ে সমাবেশ হয়।
ডোমার রেল স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা কামরুল ইসলাম আরেফীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- ডোমার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মাহমুদ বিন আলম, মধ্য চান্দিনাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম, আলহাজ্ব মনছুরুল ইসলাম বাইতুন নুর জামে মসজিদের ইমাম মাওলানা জাহিদ হাসান, ছোট রাউতা ঈদগাহ ময়দান মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন জুলফিকার প্রমুখ।
সমাবেশ শেষে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কল্যাণ কামনায় দোয়া করা হয়। পাঁচ শতাধিক মুসুল্লি এ মিছিলে অংশ নেয়। মিছিলে নেতৃত্ব দেন ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি, ডোমার কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাওলানা মাহমুদ বিন আলম।
বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে