হাসপাতালে সাকিব

রবি
১৪ অক্টোবর ২০২৩

ছোট দলের বিরুদ্ধে জয় পেলেও বড় দলের সামনে দাঁড়াতে পারছে না বাংলাদেশ। বিশ্বকাপে ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের কাছেও হারল। দুই ম্যাচে এমন বড় হার তামিম ইকবালের অনুপস্থিতি যেন মনে করিয়ে দিচ্ছে। ফিকে হয়ে যাচ্ছে ৩য় রাউন্ডে ওঠার স্বপ্ন। এমন অবস্থায় চোট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাকিব আল হাসান।

 

শুক্রবার (১৩ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় রান নিতে গিয়ে থাই স্ট্রেইনের চোট পান সাকিব। পরবর্তীতে বোলিং ও ফিল্ডিং করলেও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আসেননি তিনি। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিছু জানা না গেলেও সাকিবের চোট প্রসঙ্গে কথা বলেছেন নাজমুল হোসেন শান্ত।

 

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাকিবরে জায়গায় এসেছিলেন সহ-অধিনায়ক শান্ত। তখন সাকিবের চোট প্রসঙ্গে এ ব্যাটসম্যান বলেন, ‘সাকিব ভাই স্ক্যান করতে হাসপাতালে গেছেন। রিপোর্ট আসার পর তার চোট কতটা গুরুতর তা নিশ্চিত হওয়া যাবে। এর আগে কিছু বলা কঠিন।’

 

চোটের পড়ার আগেও ব্যথা নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং চালিয়ে গেছেন সাকিব। আক্রমণাত্মক মনোভাবে রান তোলার চেষ্টায় ছিলেন তিনি। যদিও ব্যাট হাতে ৪০ রানের বেশি করতে পারেননি। আর বল হাতে ১০ ওভারে ৫৪ রান দিয়ে নেন একটি উইকেট।

 

আরআই


মন্তব্য
জেলার খবর