হারের কারণ জানালেন শান্ত

রবি
১৪ অক্টোবর ২০২৩

বিশ্বকাপ দলে জায়গা হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবাল খানের। তারই অনুপস্থিতি টের পাচ্ছে বাংলাদেশ দল। টপ অর্ডার ব্যাটাররা রান খরায় ভুগছেন। শুক্রবার লিটন আউট হন ০ রানে। আর তানজিম তামিম ১৬ রানের বেশি করতে পারেননি। তাই আবারও টাইগারদের ওপেনিং নিয়ে ভাবাচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবার বড় স্কোর করতে ব্যার্থ হয়।

 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলতে আসেন শান্ত। হারের কারণ জানানোর পাশাপাশি এখনই ভক্তদের নিরাশ না হওয়ার অনুরোধ জানিয়েছেন এ ব্যাটার।

 

হার প্রসঙ্গে বাঁহাতি এ ব্যাটার বলেন, ‘আমার মনে হয় আমরা পর্যাপ্ত রান করতে পারিনি। দ্রুত কিছু উইকেট বের করতে পারলে কাজটা সহজ হতো। তবে, তেমনটা হয়নি। সবার আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত। টপ অর্ডারে ব্যাটিং করা সহজ নয়, তবুও ব্যাটারদের আরও সচেতন হওয়া প্রয়োজন।’

 

টানা দুই হারের পর কি সেমিফাইনালে খেলা স্বপ্ন ফিকে হয়ে গেল বাংলাদেশের? এমন প্রশ্নে শান্তর ভাষ্য, ‘আমাদের পক্ষে কামব্যাক করা সম্ভব। আমরা যদি বোলারদের ভালো সংগ্রহ দিতে পারি, তাহলে তাদের কাজটা সহজ হয়ে যাবে। এই পিচটা ছিল ২৮০-৩০০ রানের। তবে, আমরা সেই স্কোর করতে পারিনি। অবশ্যই আমাদের ভালো খেলতে হবে। একটা ভালো ম্যাচ পুরো দলের পরিবেশ পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট।’

 

ওয়ানডে ফরমেটে দারুণ খেললেও বিশ্বকাপে যা তা অবস্থা বাংলাদেশের। ছোট দলের বিপক্ষে জয় পেলেও বড় দলের বিপক্ষে দাঁড়াতেই পারছে না। এ অবস্থায় সেমিতে যাওয়ার স্বপ্ন কতা পূরণ হবে তা নিয়ে আশঙ্কা রয়েছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর