মন্তব্য
নিক জোনাসের নতুন গান মুক্তি পাবে আর প্রিয়াঙ্কার মনে 'রঙ' লাগবে না তা তো হয় না। তবে শুধু মনেই নয়, প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসের গান স্পেসম্যান মুক্তির আগমুহূর্তে যেন চোখ ধাধিয়ে দিলেন।
একদম ঝলমলে লাল গাউনের সঙ্গে মানানসই লম্বা খোলা চুল। পা পর্যন্ত ঢাকা পোশাকে আকর্ষণীয় দেখাচ্ছিল প্রিয়াঙ্কা চোপড়াতে। নিজেকে বর্ণনাহীনভাবে উপস্থাপন করেন প্রিয়াঙ্কা।
নিজের লাল পোশাকের ছবি আপলোড করে প্রিয়ঙ্কা ক্যাপশানে কেবল একটি স্পেসসিপ ও একটি হার্ট ইমোজি দেন। অন্যদিকে মিউজিক ভিডিও লঞ্চ করে নিক বলেন, শুধু এই অ্যালবাম নয়, বরং তাঁর সমস্ত কাজেরই অনুপ্রেরণা প্রিয়াঙ্কা।