বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব

রবি
১৪ অক্টোবর ২০২৩

বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। বছরের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে আজ। অস্ট্রেলিয়া, পূর্ব ও দক্ষিণ এশিয়া, প্রশান্ত মহাসাগর, অ্যান্টার্কটিকা, আমেরিকার কিছু অংশ থেকে দেখা যাবে ‘রিং অব ফায়ার’ বা বলয়গ্রাস সূর্যগ্রহণ। ২০১২ সালের পর প্রথম এমন বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।

 

বাংলাদেশ সময় রাত ৯টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডে শুরু হবে এবং রাত ২টা ৫৫ মিনিট ১২ সেকেন্ডে শেষ হবে এ গ্রহণ। গ্রহণের সময় যেহেতু বাংলাদেশে রাত থাকবে তাই তখন এ মহাজাগতিক দৃশ্য দেখা যাবে না। 

 

শনিবার চাঁদ সূর্যের সামনে চলে আসবে। সেই কারণে কিছু সময়ের জন্য সূর্যের বেশিরভাগ অংশই ঢাকা পড়ে যাবে। দর্শনীয় বৃত্ত বা বলয় দৃশ্যমান হবে আকাশে। চাঁদ যখন পৃথিবী থেকে তার দূরতম বিন্দুতে সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান করে সেই সময় ঘটে বৃত্তাকার সূর্যগ্রহণ। এ কারণে চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে দিতে পারে না, আর সেই কারণে আকাশে সূর্যের আলোর একটি পাতলা বৃত্ত বা আগুনের বল দেখতে পাওয়া যায়। সম্পূর্ণ সূর্যগ্রহণ তখনই ঘটে যখন চাঁদ পৃথিবীর অনেকটা কাছে থাকে।

 

নাসা জানিয়েছে, আবহাওয়া অনুকূল থাকলে ওরেগন, নেভাদা, উটাহ, নিউ মেস্কিকো, টেক্সাস ও ক্যালিফোর্নিয়ার কিছু অংশ থেকে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ। মার্কিন যুক্তরাষ্ট্রে বলয়গ্রাস সূর্যগ্রহণের গড় সময় হবে চার থেকে পাঁচ মিনিট।

 


মন্তব্য
জেলার খবর