রোমানিয়ার ভিসা নিয়ে দেশে ফিরতে পারলেন না সিলেটের মারুফ

সিলেট প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৩

ভারতে রোমানিয়ার এম্বেসিতে পাসপোর্ট জমা দেন নাহিদুল ইসলাম মারুফ (২০)। আগামী নভেম্বর মাসে  রোমানিয়ার ভিসা নিয়ে  দেশে আসার কথা ছিল তার। কিন্তু সেটা আর হলো না। শুক্রবার (১৩ অক্টোবর) পাসপোর্ট জমা দেওয়ার পর শনিবার (১৪ অক্টোবর) ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

মারুফ সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের রঘুরাশি গ্রামের মাওলানা আব্দুল হকের ছেলে। ভালো আয়ের প্রায় ১৬ দিন আগে রোমানিয়ার ভিসার জন্য ভারতে গিয়েছিলেন তিনি।

মারুফের বাবা বীরশ্রী রহমানিয়া ইবতেদিয়া মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হক বলেন, তার লাশ দিল্লির নেজাম উদ্দিন আউলিয়ার মাজারের পাশে একটি হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার পর লাশ দেশে আনা হবে। ভাই বোনের মধ্যে সে দ্বিতীয়।

 

বিডি/সাকিব আল মামুন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর