সাতক্ষীরায় স্ত্রী তালাক দেওয়ায় আমিনুল ইসলাম শান্ত (২১) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৩ অক্টোবর) রাতে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সোনাটিকারি গ্রামে ঘটনাটি ঘটে। শান্ত একই এলাকার শফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, শান্ত জন্মগতভাবে বুদ্ধিপ্রতিবন্ধী। পরিবারের পক্ষ থেকে চিকিৎসা করিয়েও তাকে সুস্থ করা সম্ভব হয়নি। দেড়বছর আগে তিনি দেবহাটা উপজেলার নাংলা গ্রামের এক নারীকে বিয়ে করেন। কিন্তু তার অস্বাভাবিক আচরণের কারণে সংসারে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। একপর্যায়ে স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। কিছুদিন আগে তার স্ত্রী তাকে তালাক দেয়। এরপর থেকে বিষন্নতায় ভুগছিলেন তিনি।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বিডি/কিশোর কুমার/সি/এমকে