পঞ্চগড়ে অনশন কর্মসূচী পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শনিবার (১৪ অক্টোবর) পঞ্চগড় সোনালী ব্যাংকের সামনে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসুচি পালিত হয়।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ পাঠানো, নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি।
পঞ্চগড়ে অনশন কর্মসূচিতে বক্তব্য দেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম, এ্যাড. আদমসুফী, অ্যাড. নাজমুল ইসলাম কাজল, আবু দাউদ প্রধান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শফিউজ্জামান রুবেল পাটোয়ারী প্রমূখ।
অনশন কর্মসূচি চলাকালে স্থানীয় আইনজীবী ও সাংবাদিকরা কলা ও জুস খাইয়ে নেতাকর্মীদের অনশন ভাঙান।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে