নওগাঁর রাণীনগরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) এসএম রবিন শীষ সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারর্জিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মহন্ত প্রমুখ।
সভায় উপজেলার আট ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল বারেক মোল্লা এবং ৪৭টি পূজা মন্দিরের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।
বিডি/সি/এমকে