দেশের অর্ধেক মানুষ মানসিক রোগে আক্রান্ত

রবি
১৪ অক্টোবর ২০২৩

দেশের অর্ধেক মানুষ কোনো না কোনো মানসিক রোগে ভুগছে একটি গবেষণায় জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। শ‌নিবার (১৪ অক্টোবর) বিএসএমএমইউতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপল‌ক্ষে ডা. মিলন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করা হয়েছে।

 

প্রতিবেদনে জানানো হয়, হাসপাতালে ভর্তি ৩৪৭ জনের ওপর গবেষণা চালানো হয়। এতে দেখা গেছে, তাদের মধ্যে ১৬৮ জন (৪৮.৪ শতাংশ) কোনো না কোনো মানসিক রোগে ভুগছেন। এদের মধ্যে ৫৪ দশ‌মিক ৮ শতাংশ পুরুষ ও ৪৫ দশ‌মিক ২ শতাংশ নারী রয়েছেন। গবেষণায় বিএসএমএমইউয়ের মেডিসিন ও সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তি রোগীদের মধ্যে গবেষণা চালানো হয়। সেখানে মানসিক রোগের এ হার দেখা গেছে।

 

গবেষণায় আরও দেখা যায়, রোগীদের মধ্যে ১৭.৩ শতাংশ বিভিন্ন রকম মানসিক রোগের ওষুধ সেবন করছেন। মেডিসিন ও সার্জারি অনুষদের অধিভুক্ত বিভিন্ন বিভাগে ভর্তি রোগীদের মধ্যে যথাক্রমে ৫৫.৩ শতাংশ এবং ৩৯.৩ শতাংশ রোগীর বিভিন্ন ধরনের মানসিক সমস্যা রয়েছে।

 

এ গবেষণায় অন্তর্ভুক্ত জনগোষ্ঠীর প্রায় অর্ধেক (৪৮.৪ শতাংশ) কোনো না কোনো মানসিক রোগে ভুগছেন বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

 

এদের মধ্যে ১.৭ শতাংশ রোগীকে মানসিক চিকিৎসার জন্য অন্য বিভাগ থেকে মনোরোগবিদ্যা বিভাগে পাঠানো হয়। ৭.৮ শতাংশ রোগী তাদের রোগ সম্পর্কে জানেন এবং ১৭.৩ শতাংশ রোগী বিভিন্ন ধরনের মানসিক রোগের ওষুধ খেয়ে আসছেন। মেডিসিন অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তি রোগীদের ৬৫ শতাংশের মধ্যে মানসিক রোগ শনাক্ত করা গেছে। আর সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তি রোগীদের মধ্যে মানসিক রোগীর হার ৩৫ শতাংশ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর