সৃজিতপত্নী লেখায় আপত্তি মিথিলার

১৫ মার্চ ২০২১

সম্প্রতি নিজের টুইটারে হ্যান্ডেলে বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা লিখেছেন, 'আমাকে যতবার সৃজিতপত্নী লিখবেন, ততবার সৃজিতকেও মিথিলাপতি লিখবেন প্লিজ।' 

মিথিলা বাংলাদেশি অভিনেত্রী হলেও টালিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ের পর ভারতের পশ্চিমবঙ্গের ঘরের মানুষ হয়ে উঠেছেন। টালিপাড়ার প্রায় সকলের সঙ্গেই তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। সৃজিতের সঙ্গে বিয়ের পর থেকে যতবার তিনি খবরের শিরোনামে উঠে এসেছেন, তার বেশিরভাগেই তার নামের আগে 'সৃজিতপত্নী' লেখা হয়েছে। 

এখানেই আপত্তি মিথিলার। তাই নারীদের পেছনে ফেলে রাখার এই অভ্যাসের বিরুদ্ধে মুখ খুললেন তিনি। আর সৃজিত নিজেও তাকে সমর্থন জানিয়েছেন। 


মন্তব্য