সারাদেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’সিনেমাটি। গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) থেকে সিনেমাটি চলছে প্রেক্ষাগৃহে। এই সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করে মাত্র ১ টাকা পারিশ্রমিক নিলেন আরিফিন শুভ।
৮৩ কোটি টাকা বাজেটের এই সিনেমায় পারিশ্রমিক হিসেবে তিনি নিয়েছেন মাত্র ১ টাকা।
কেন এই পারিশ্রমিক? সে বিষয়ে অভিনেতা জানালেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে আমার মনে হয়েছে, একটা চরিত্র ফুটিয়ে তুলতে গেলে তার ভেতরে ঢুকতে হয়। হোক সেটা কাল্পনিক কিংবা বাস্তবধর্মী।’
বঙ্গবন্ধুকে নিয়ে শুভ বলেন, ‘শুনেছি বঙ্গবন্ধু তার জীবনের ১১ বছর ৪ মাস ২২ দিন কাটিয়েছেন কারাগারে। এই মানুষটার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য স্যাক্রিফাইস। তিনি জীবনভর মানুষ ও দেশের জন্য কেবল ত্যাগই করে গেছেন। বঙ্গবন্ধুর সাহস ও স্যাক্রিফাইসের কাছে আমার এই স্যাক্রিফাইস কিছুই না।’
তিনি আরও বলেন, ‘এই সামান্য স্যাক্রিফাইসের মাধ্যমে তার চরিত্রের গভীরতা কিছুটা হলেও উপলব্ধি করতে পারব। সেই ভাবনা থেকেই পরিচালককে বলেছিলাম, প্রাপ্য যাই হোক, আমি নেব না। এও বলেছিলাম, যেহেতু আমার রক্ত, ঘাম, পরিশ্রম সবই থাকবে সিনেমায়, তাই ফ্রিতে তো আর কাজ করব না। আমি ১ টাকা নেব; তাই নিয়েছি।’
নায়কের এমন প্রস্তাবে নির্মাতা শ্যাম বেনেগাল বলেছিলেন,‘ওয়ান টাকা আর্টিস্ট’। শুভ মনে করেন, এটা তার জীবনের অন্য রকম এক স্বীকৃতি। এই আত্মতৃপ্তি সারাজীবনের যা টাকাই পরিমাপ করা যায় না।
এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, আর তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।