পঞ্চগড়ে ধর্ষণ ও হত্যা প্ররোচনা মামলার প্রধান আসামী গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৩

পঞ্চগড়ে ধর্ষণ আত্মহত্যা প্ররোচনা মামলার প্রধান আসামি মো.জুয়েল ইসলাম (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির ভিত্তিতে ঢাকা আশুলিয়া উপজেলার নোয়ারহাট এলাকা থেকে র‌্যাব- এর সহযোগিতায় বৃহস্পতিবার গ্রেফতার করা হয় তাকে।

শনিবার (১৪ অক্টোবর) বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায়।

জুয়েল বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার আব্বাস আলীর ছেলে।  গত ৯ ফেব্রুয়ারি নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে তার নামে মামলাটি করেন ছুরাব আলী।

মামলায় অভিযোগ আনা হয় হয়, ছুরাব আলীর মেয়ের সঙ্গে জুয়েল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের প্রলোভন দিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনা জানাজানি হলে তার মেয়ে চক্ষু লজ্জায় নিজ বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

 

বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর