নীলফামারীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৩


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কৃষক সুধীর চন্দ্র রায় হত্যা মামলার প্রধান আসামী অমল চন্দ্র রায় ওরফে ভেকু (২৩) কে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে রংপুর জেলার গঙ্গাচড়া থানার নোহালী ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ফোটামাটি গ্রামে তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপনরত অবস্থায় তাকে গ্রেফতার করে র‌্যাব-১৩।

অমল চন্দ্র রায় কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বাহাগিলী (নেতার বাজার) গ্রামের তেলেঙ্গা রায়ের ছেলে।


 সুপারি গাছ কাটাকে কেন্দ্র করে গত ১ অক্টোবর সুধীরকে পিটিয়ে হত্যা করা হয়।

র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের 

সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ শনিবার সন্ধায়  গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানায়,  গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকান্ডের সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে অমল। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। 


বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে 





মন্তব্য
জেলার খবর