ফের সিসিইউতে খালেদা জিয়া

রবি
১৫ অক্টোবর ২০২৩

বিএসপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার অবস্থা ফের অবনতি হওয়ায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়েছে। বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শনিবার রাত নয়টার দিকে তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়।

 

খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের একজন সদস্য রাত পৌনে ১০টার দিকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ম্যাডামকে সিসিইউতে নেওয়া হয়েছে। জরুরি চিকিৎসা শেষে আবার তাকে কেবিনে নিয়ে আসা হবে। নতুন করে ইসিজি, এক্সরেসহ কয়েকটি টেস্ট করা হয়েছে। প্যারামিটারগুলো ওঠানামা করছে।

 

তিনি আরো জানান, এর আগেও কয়েকবার অল্প সময়ের জন্য খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়। স্বাস্থ্যের কিছু পরীক্ষা শেষে আবার কেবিনে নিয়ে আসা হয়। এখন অবস্থা ভালো-খারাপ কোনোটাই বলা যাবে না। বোর্ড তার শারীরিক অবস্থা নিয়ে এখনো উদ্বিগ্ন। কারণ, তিনি শঙ্কামুক্ত নন। যেকোনো সময় পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

 

৭৮ বছর বয়সী খালেদা জিয়া কিডনি, ফুসফুস, হৃদরোগ, লিভার জটিলতায় ভুগছেন। গত ৯ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 

আরআই


মন্তব্য
জেলার খবর