দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ২০২৪ সালের জানুয়ারির প্রথম
সপ্তায় অনুষ্ঠিত হতে পারে নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে অবাধ-সুষ্টু দাবি উঠছে বিভিন্ন
মহলে। নির্বাচন কমিশন বরাবরই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কথা বলে আসছে। প্রধান নির্বাচন
কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সিইসি হিসেবে অনুরোধ থাকবে, অত্যন্ত দক্ষতার
সঙ্গে নির্বাচনটা ফেয়ার হয়েছে এটা জনগণকে দেখাতে হবে।
শনিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ
পরিদর্শক, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের
নির্বাচন সংক্রান্ত ব্যবস্থাপনা অনুষ্ঠানে হাবিবুল এসব কথা বলে।
তিনি বলেন, আমি অনেককেই বলি, যখন আমরা সরকার বলি, সরকার বলতে আমরা এসপি
এবং ডিসিকেই বুঝি, ছোট বেলা থেকেই, শৈশব থেকেই। ছোট্ট যে সরকারটা পড়ে আছে কেবিনেটে,
ওটার সঙ্গে আমাদের জনগণের সংশ্রব ওভাবে হয় না। কাজেই আপনাদের চিত্তে ধারণ করতে হবে
যে, আপনারা সরকারকে ধারণ করছেন। আপনারা সরকারি কর্মকর্তা, প্রজাতন্ত্রের কর্মকর্তা।
আপনারা কোয়ালিফাই করে এই দায়িত্ব পেয়েছেন। এটা অহংকার করার বিষয় নয়, সন্তুষ্টি প্রকাশ
করার বিষয়। কারণ ইউ হ্যাভ টু বি ইক্যুয়াল টু দি রেসপন্সিবিলিটি।
সিইসি বলেন, নির্বাচন ঘনিয়ে এসেছে। এতে কোনো সন্দেহ নেই। নির্বাচন আয়োজন
করা কঠিন কর্মযজ্ঞ। খুব সহজ নয়। চাইলাম হয়ে গেল, এরকম নয়। আপনারা যারা জেলা প্রশাসক,
পুলিশ সুপার এবং আপনাদের সহকর্মীদের পরিশ্রম করতে হবে। তফসিল ঘোষণার পর অনেকটা ঘুমই
হারাম হয়ে যাবে, আমাদেরও। যেহেতু এই দায়িত্ব আপনাদের এবং আমাদের ওপর অর্পিত হয়েছে,
কাজেই দায়িত্বটা নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।
কাজী হাবিবুল আউয়ার বলেন, প্রায় ১২০০ নির্বাচন আমরা করেছি। সেখানে প্রশাসন
এবং আইন-শৃঙ্খলা বাহিনীর যে সহযোগিতা পেয়েছি, এতে সত্যিই কৃতজ্ঞ। দৃঢ় প্রত্যাশা থাকবে,
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা রাষ্ট্রের, সরকারের কর্মচারী হিসেবে দলীয় চিন্তা-ভাবনার
ঊর্ধ্ব থেকে পক্ষপাতহীন দৃষ্টিভঙ্গি নিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে জনগণের আস্থা
অর্জনে সক্ষম হবেন। কোনো অনিয়ম, সহিংসতা হবে না। শান্তিপূর্ণ নির্বাচন হবে এই প্রত্যাশা
ব্যক্ত করছি।
আরআই