মন্তব্য
রাজপথে আহত পা নিয়ে হুইল চেয়ারে চেপে মিছিল করে তিনি প্রমাণ করলেন প্রতিবাদ, প্রত্যয়, জেদের আর এক নাম মমতা।কলকাতার ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে থেকে হাজরা মোড় অব্দি প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা হুইলচেয়ারে অতিক্রম করে মমতা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আর হুঁশিয়ারি ছুড়ে দেন বিজিপিকে।
মমতা বলেন, "মনে রাখবেন, নিহত বাঘের চাইতে আহত বাঘ অনেক ভয়ঙ্কর। আমি হুইলচেয়ারে, ভাঙা পায়ে সারা বাংলা জুড়ে বেড়াবো, আর খেলা হবে। অনেকে জানতে চেয়েছেন দিদি আপনার যন্ত্রণা কেমন আছে? আমি বলি আমি বেড রেস্ট নিলে বাংলার মানুষের কাছে দাঁড়াবে কে? আমি বলি আমার শাররীক যন্ত্রনা থেকে হৃদয়ের যন্ত্রণা অনেক বড়। আপনাদের বলি, গণতন্ত্রকে যন্ত্রণা স্বৈরাচারীদের হাত থেকে উদ্ধার করার কাজ করতে হবে। আমার ওপর ভরসা রাখুন।"