পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভবনা নেই

রবি
১৫ অক্টোবর ২০২৩

দেশে আগামী ৫ দিন আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও রংপুর ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং দেশের অন্যত্র আকাশ হালকা বা আংশিক মেঘলা থাকতে পারে।

 

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, দেশে আপাতত ভারী বৃষ্টিপাতের আর সম্ভাবনা নেই। তবে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

মৌসুমী বায়ুর অক্ষ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত আছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে বলে আবহাওয়ার পূর্বাভাবে বলা হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল অবস্থায় রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিতে পারে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর