ভূমধ্যসাগরে ১২৬ শরণার্থী নিয়ে নৌকাডুবি, নিখোঁজ শতাধিক

২৮ অক্টোবর ২০১৬

[caption id="attachment_95147" align="alignright" width="660"]<a href="http://bangladesh24online.com/wp-content/uploads/2016/10/92115450_dinghyfileimagereu.jpg"><img class="wp-image-95147 size-full" src="http://bangladesh24online.com/wp-content/uploads/2016/10/92115450_dinghyfileimagereu.jpg" width="660" height="371" /></a> ছবিঃ রয়টার্স[/caption]<br /> <p style="text-align: justify;">লিবিয়া উপকূলে ১২৬ জন অভিবাসনপ্রত্যাশী শরণার্থী নিয়ে ডুবে গেছে একটি নৌকা। তাদের অধিকাংশই আফ্রিকার নাগরিক। এর মধ্যে থেকে ২৯ জনকে জীবিত উদ্ধার করা হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। নৌকাটিতে ১২৬ জন যাত্রী ছিলেন বলে<a href="http://www.bbc.com/news/world-africa-37791722"> জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি। </a></p><br /> <p style="text-align: justify;">এই যাত্রীরা লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বাঞ্চলীয় গারাবুলি থেকে বুধবার সকালে নৌকায় যাত্রা শুরু করেন। পরদিন উপকূলরক্ষীরা উদ্ধারের সাহায্য চেয়ে একটি বার্তা পান। পরে তারা ২৯ জনকে জীবিত উদ্ধার করেন। কিন্তু বাকি অজ্ঞাত সংখ্যক অভিবাসী এখনো নিখোঁজ রয়েছেন।</p><br /> <p style="text-align: justify;">উদ্ধার পাওয়া যাত্রীরা জানিয়েছেন, প্লাস্টিকের তৈরি নৌকাটি ফেটে গিয়ে পানিতে তলিয়ে যায়। নৌবাহিনীর মুখপাত্র আইয়ুব গাসিম বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ''অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারণে নৌকাটির একটি অংশ ফেটে গিয়ে পানি উঠতে শুরু করে। ৯৭ জন অবৈধ অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী এখনো নিখোঁজ কিংবা তলিয়ে গেছেন।''</p><br /> <p style="text-align: justify;">জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বুধবার জানিয়েছে, ২০১৬ সালে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্ততপক্ষে ৩ হাজার ৮০০ মানুষ মৃত্যুবরণ করেছে নয়তো নিখোঁজ হয়েছে। চলতি বছর প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে। উন্নত জীবনের আশায় মূলত আফ্রিকা ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর মানুষেরা অবৈধভাবে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করে।</p><br /> <p style="text-align: justify;">বাংলাদেশ২৪অনলাইন/এএন</p>


মন্তব্য
জেলার খবর