মন্তব্য
সারা দেশে হোটেল, ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান বাদে বাকি সব দোকান ও মার্কেট (শপিং মল) আগামী ১৭ মার্চ বন্ধ থাকবে।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। রোববার (১৪ মার্চ) এই সিদ্ধান্ত হয়।গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।
শুধু বন্ধ রাখাই নয়, এই দিন সম্ভব হলে মার্কেটগুলোতে আলোকসজ্জা করার জন্য সব দোকান মালিককে অনুরোধ করা হয়েছে দোকান মালিক সমিতির পক্ষ থেকে।
এমকে