পাবনার আটঘরিয়ায় ৩ নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। রোববার (১৫ অক্টোবর) দুপুরে অগ্রনী ব্যাংকের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নাজমুলের স্ত্রী খাদিজা খাতুন (২১), শুভ হোসেনের স্ত্রী আদরী খাতুন (৩৫), একই জেলার কুমারখালী উপজেলার সিদ্দিক হোসেনের স্ত্রী মমতাজ খাতুন (৪৫)।
অগ্রণী ব্যাংকের ম্যানেজার জানান, আটঘরিয়া উপজেলার রতিপুর গ্রামের রুমা খাতুন নামের এক নারী তার ব্যাংক থেকে ৩০ হাজার টাকা উত্তোলন করেন। এরপর ব্যাংকের সিঁড়ি দিয়ে নামার সময় অভিযুক্তরা তার টাকা কেড়ে নেয়। এ সময় ভুক্তভোগী নারী চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেয়।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।
বিডি/আফতাব হোসেন/সি/এমকে