গুরুদাসপুরে হাত ধোয়া দিবস পালিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৩

নাটোরের গুরুদাসপুরে  উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালন হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে  একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালী শেষে শিশুদের নিয়ে হাত ধোয়ার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এ সময় উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী সালমা খাতুন, সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ওদিকে হাত ধোয়া দিবসের আনুষ্ঠানিকতা শেষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

 

বিডি/ সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর