গুরুদাসপুরে দুর্গাপূজায় মাদক ও অশ্লীলতা রোধে জরুরি সভা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৩

নাটোরের গুরুদাসপুরে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু শান্তিপুর্ণভাবে পালনের লক্ষ্যে এবং পূজা ঘিরে মদ্যপান অশ্লীলতা রোধে জরুরি সভা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্ব করেন। বক্তব্য দেন- স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ, সাধারণ সম্পাদক অসীম কুমার পাল প্রমুখ। সভায় প্রতিটি পুজামন্ডপের সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলার ৩৪টি পুজামন্ডপের প্রতিনিধিদের কাছে প্রধানমন্ত্রীর অনুদানের ৫শ’ কেজি করে চাল বিতরণ করা হয়।

 

বিডি/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর