পঞ্চগড়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৩

বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। যৌথভাবে দিবসটি পালন করে জেলা প্রশাসন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।

রোববার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্নাঢ্য র‌্যালীটি বের হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।

র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজাদ জাহান, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

 

বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর