মন্তব্য
বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। যৌথভাবে দিবসটি পালন করে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।
রোববার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্নাঢ্য র্যালীটি বের হয়। র্যালী শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজাদ জাহান, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে