নিজেদের পকেট ভারি করছে সরকারের লোকেরা

১৫ মার্চ ২০২১

প্রতিটি ক্ষেত্রে ভ্যাট বসিয়ে জনগণের পকেট কেটে সরকারের লোকেরা নিজেদের পকেট ভারি করছে বলে মনে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে কুপি বাতির গণতন্ত্র গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই মন্তব্য করেন।বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বইটির রচয়িতা।

মির্জা ফখরুল বলেন, আজ এয়ারপোর্টের সামনে এলিভেটেড এক্সপ্রেসের গার্ডার ভেঙে পড়েছে। চিন্তা করেন, জনগণের টাকা নিয়ে এই সমস্ত তৈরি করা হচ্ছে, সেটা হঠাৎ ভেঙে পড়ছে।  তার মান কী হচ্ছে? আমরা একটি কথা সরকারকে বারবার বলছি- মেগা প্রজেক্ট দিয়ে উন্নয়নের ধুয়া তুলে দেশটাকে ফোকলা করে দিচ্ছেন। কাদের পয়সা নিচ্ছেন? গতকাল না পরশুদিনের একটা খবর আছে- ঢাকা থেকে চট্টগ্রাম ফাস্টেস্ট ট্রেন হবে। দুটো চীনা কোম্পানি টাকা দেবে এবং সেটা দিয়ে তৈরি হবে। আর এতে আমার চাল, তেল, লবণ কিনতেও ভ্যাট দিতে হবে।

বিএনপি মহাসচিব জানান, রাজনীতিকে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছে, যেখানে ‘ডার্টি’ বললে এটাকে খুব একটা খারাপ কিছু বলা হয়। আমাদের রাজনীতিকে কোথায়, কীভাবে, একেবারে অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে কুপিবাতি দিয়েও খুঁজে পাওয়া যাবে না। একটা নোংরা নর্দমাতে নিয়ে উপস্থিত করা হয়েছে রাজনীতিকে। আমাদের রাজনীতিবিদদের মধ্যে জ্ঞানচর্চা নেই বললেই চলে। 

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে  দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দলের শিক্ষাবিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, কৃষক দলের কেন্দ্রীয় নেতা মাইনুল ইসলাম ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার প্রকাশক জহির তৃপ্তি প্রমুখ উপস্থিত ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর