পুনের একটি পাঁচ তারকা হোটেলে অস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। তাদের সাথে
দেখা করতে যান সাংবাদিকরা। কিন্তু তাদেরকে নিরাপত্তারক্ষীদের মাধ্যমে তাড়িয়ে দেন লিটন
কুমার দাস। ঘটনাটি রোববারের। আজ সোমবার ওই ঘটনার জন্য ক্ষমা চেয়ে সামাজিক মাধ্যমে একটি
পোস্ট করেছেন লিটন।
ওই পোস্টে লিটন লিখেছেন, ‘গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার
জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান
ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই
শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।’
রোববার (১৫ অক্টোবর) পুনের একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে
যান বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকেরা। যেখানে অবস্থান করছে টাইগার বাহিনী। কিন্তু টিম
হোটেলে বাংলাদেশি সাংবাদিকদের দেখে মেজাজ হারান লিটন। এরপর নিরাপত্তারক্ষীদের ডেকে
তিনি তাদের মাধ্যমে সাংবাদিকদের হোটেল ছেড়ে যাওয়ার নির্দেশ দেন। যদিও আইসিসির পক্ষ
থেকে সেখানে সংবাদ কাভারের অনুমতি ছিল গণমাধ্যমকর্মীদের।
বিশ্বকাপে এ পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিনটির মধ্যে একটি ছাড়া
বাকীগুলোকে হেরেছে। ১৯ অক্টোবর স্বাগতিক ভারতের মোকাবিলায় মাঠে নামবে বাংলাদেশ। কঠিন
এ লড়াইকে সামনে রেখে ১৭ ও ১৮ অক্টোবর অনুশীলন করবে টাইগাররা। তার আগে ১৫ ও ১৬ অক্টোবর
বিশ্রামে থাকবে চান্ডিকা হাথুরুর শিষ্যরা।
আরআই