পঞ্চগড়ে সীরাতুন্নবী কুইজ প্রতিযোগিতা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকালে পিপল টিম পঞ্চগড় জেলার শাখা এ প্রতিযোগিতার আয়োজন করে। শহরের নজরুল পাঠাগার মিলনায়তনে এ প্রতিযোগিতায় স্কুল ও মাদ্রাসা মিলে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা অংশ নেয়।
প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করে পূর্ব জালাসী মারকাযুল হিদায়া মহিলা মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী মোছা.মরিয়ম আক্তার মিম, ২য় স্থান অধিকার করে পশ্চিম হ্যালিপ্যাড, জামিয়া আইয়ুবিয়া আসহাবুস সুফফা ইসলামিয়া মাদ্রাসার ২য় জামাতের ছাত্র মো. নুরুল্লাহ লিয়ন। এছাড়া অংশগ্রহণকারী ১৩জনকে সান্তনামুলকসহ ৫০ জনকে পুরস্কৃত করা হয়।
এদিকে প্রতিযোগিতা ঘিরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পিসব এর সাধারণ সম্পাদক দায়ী,শিশু শিক্ষা ও সেবা বিষয়ক স্বপ্নদ্রষ্টা মাওলানা ইমরান হুসাইন হাবিবী, নজরুল পাঠাগারের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু, কেন্দ্রীয় মসজিদের সভাপতি ও সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আহমাদুল্লাহ মাসরুর, মুফতি খাদেমুল ইসলাম, হাফেজ সাইফুর রহমান,মাওলানা মাহমুদুল হাসান প্রমূখ।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে