বিমানে যাত্রীসেবার মান যেন উন্নত হয়

১৫ মার্চ ২০২১

যাত্রীসেবার মান যেন উন্নত হয়, সেই দিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে সম্পৃক্তদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৪ মার্চ) এই এয়ারলাইন্সের দুটি নতুন উড়োজাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহবান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের উড়োজাহাজ শুধু আমাদের দেশ তো না, সারা বিশ্বে যখন ঘুরে   বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করে।  তিনি বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। এই দেশের ভাবমূর্তি উজ্জল করা সবার দায়িত্ব। সরকার প্রধান আরও বলেন,  আমাদের যাত্রীসেবা যত উন্নত করতে পারবো, তত দেশের লাভ হবে। দেশটা উন্নত হবে। সেদিকে লক্ষ্য রেখেই আপনাদের ওপরে অর্পিত দায়িত্ব  আপনারা পালন করবেন,সেটাই আমি চাই।

শেখ হাসিনা বলেন, তার সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করতে কাজ শুরু করে দিয়েছে। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল তৈরি করে দিচ্ছে—  একটা আধুনিক টার্মিনাল  করে দিচ্ছে।  যাত্রীসেবা আরও উন্নত করতে হবে।

এমকে
 


মন্তব্য
জেলার খবর