সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের জন্য সুপেয় ও নিরাপদ পানির দাবিতে আলোচনা সভা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে জেলার নাগরিক কমিটির কার্যালয়ে এ সভা হয়।
অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, শ্যামল বিশ্বাস, নাজমুল আলম মুন্না, মহুয়া মঞ্জুরী, রুবেল হাসান, শিক্ষক ফজলুল হক, আব্দুস সামাদ, আদিত্য মল্লিক, পবিত্র মোহন দাস, নিত্যানন্দ সরকার, ওবাদেস সুলতান বাবলু, আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আশেক-ই এলাহি, প্রফেসর মোজাম্মেল হক, অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ প্রমুখ।
বক্তারা বলেন, কৌশলগত পরিকল্পনার দূর্বলতায় দেশের উপকূলীয় ১৯টি জেলাসহ দেশের নানা স্থানের মানুষের সুপেয় পানির অধিকার নানাভাবে ব্যাহত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীব্যাপী আশংকাজনক হারে সুপেয় পানির স্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে। দেশে কৃষি কাজে ব্যবহৃত মোট পানির ৭৮ ভাগই ভূগর্ভস্থ পানি। কৃষি কাজে যে হারে এ পানি উত্তোলন করা হয়, সেই হারে প্রাকৃতিকভাবে পানি ভূগর্ভস্থ অ্যাকুইফায়ারে যুক্ত হয় না। তাই কৃষি প্রধান দেশের সর্বত্র পানির সঠিক ব্যবহার এবং ব্যবস্থাপনার কোন বিকল্প নেই।
বিডি/কিশোর কুমার/সি/এমকে