দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয়
ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। সোমবার (১৬ অক্টোবর) রাজধানী ঢাকার গুলশানে
বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলমের
সাথে সৌজন্য সাক্ষাতকালে এ কথা জানান তিনি।
এসময় করোনা মহামারিতে ভ্যাকসিনসহ বাংলাদেশে যাবতীয় সহযোগিতা দেয়ার জন্য
ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। বাংলাদেশকে
ইউরোপীয় ইউনিয়নের দেয়া জিএসপি সুবিধা তিন বছর বাড়িয়ে ২০২৯ সাল পর্যন্ত বর্ধিত করায়
ইইউকে ধন্যবাদ জানান তিনি।
মাহবুবুল আলম বলেন, এ বছর ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের কূটনৈতিক
সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করা হয়েছে, যা দুই অঞ্চলের মধ্যে বন্ধুত্বের স্থায়ী
অঙ্গীকারের একটি উৎকৃষ্ট উদাহরণ।
তিনি বলেন, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের মোট রফতানির ৪৫ শতাংশ যায় ইউরোপের
দেশগুলোয়। তৈরি পোশাক ও হিমায়িত খাদ্য এর মধ্যে অন্যতম। কাজেই বাণিজ্যিক ক্ষেত্রে ইউরোপ
আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে।
আরআই