ফরিদপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের চেষ্টাকে রুখে দিয়েছে তার সহপাঠীরা। এ সময় অপহরণের জন্য ব্যবহৃত একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় ছাত্রছাত্রী ও ক্ষুদ্ধ জনতা। আর অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন তারা।
সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরতলীর কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের সামনে এ ঘটনা ঘটে। ওই স্কুলছাত্রী এ প্রতিষ্ঠানটির শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকজন দুর্বৃত্ত ওই ছাত্রীকে অস্ত্রের মুখে একটি মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রীর সহপাঠী ও স্থানীয়রা তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তাদের সহযোগিরা পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ সহপাঠী ও স্থানীয়রা মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। আটক হওয়া তিনজনের মধ্যে দু’জনের নাম জানা গেছে। তারা হচ্ছে-মামুন ও আলমগীর।
ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাসের আগুন নিভিয়ে ফেলে। গণপিটুনির শিকার একজনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডি/সি/এমকে