অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

International
১৭ অক্টোবর ২০২৩

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, রয়েছে নানা সুবিধা

ইউএস-বাংলা এয়ারলাইন্স জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি নির্বাহী (কন্টাক্ট সেন্টার) পদে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩০,০০০ টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

যে কোনো বিষয়ে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রীধারীরা আবেদন করতে পারবেন। এমবিএ থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া এয়ারলাইন টিকেটিং, কলসেন্টার, কম্পিউটার দক্ষতা, কাস্টমার কেয়ার ম্যানেজমেন্ট, যোগাযোগ দক্ষতা, রিজারভেশন এবং টিকেটিং ও বিশ্লেষণাত্মক দক্ষতা থাকতে হবে। 

কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। নারী-পুরুষ উভয় আবেদন করতে পারবেন। মাসিক বেতন ৩০,০০০ টাকা। 

এছাড়া সাপ্তাহিক ২ দিন ছুটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতিবছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এ লিংকে প্রবেশ করুন।

গতকাল রোববার ১৫ অক্টোবর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।

 


মন্তব্য
জেলার খবর