বিদায় নিচ্ছে দক্ষিণা বাতাস, প্রকৃতিতে শীতের আমেজ

রবি
১৭ অক্টোবর ২০২৩

ঋতু চক্রের এখন হেমন্ত কাল। অন্যতম সুন্দর ঋতু এটি। গমের আভা চলে গিয়ে শীতের আমেজ পড়তে শুরু করে এ ঋতুতেই। প্রকৃতি সাজে নানান রঙের ফুলে। খালে-বিলে পাওয়া যায় প্রচুর দেশি মাছ। ধীরে ধীরে বিদায় নেয় মৌসুমি বায়ু। এসময় আকাশে সাদা সাদা মেঘের ভেলার ওড়াউড়ি দেখা যায়।

 

এমন সময় ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকাতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে।

 

 

আজ সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা পর্যন্তও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় তাপমাত্রা হ্রাস পেতে পারে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর