নবনির্মিত জয়িতা টাওয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর
ধানমণ্ডিতে অবস্থিত ভবনটির ফলক মঙ্গলবার সকাল ১০টায় উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এরপর
জয়িতা টাওয়ারে স্থাপিত জামদানি গ্যালারি ও জয়িতা মার্কেট প্লেস ঘুরে দেখেন তিনি।
জয়িতা টাওয়ার উদ্বোধন পর্ব শেষে প্রধানমন্ত্রী এদিন গণভবন কমপ্লেক্সে মহিলা
ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জয়িতা টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
যোগ দেবেন।
অনুষ্ঠানে ‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের অবদান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন
করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের নারী উদ্যোক্তাদের জয়িতা ব্র্যান্ডের আওতায়
নানামুখী ব্যবসা উদ্যোগে সম্পৃক্ত করার মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার
লক্ষ্যে অত্যাধুনিক ভৌত অবকাঠামো সুবিধা সম্বিলত জয়িতা টাওয়ার নির্মাণ করা হয়েছে।
আরআই