সাতক্ষীরায় মৎস্যচাষীর বাড়িতে ডাকাতি, ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৩

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পল্লীতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদ অর্থ চেকবই ও  স্বর্নালঙ্কারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে বলে দাবি ভুক্তভোগীর পরিবারের।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পুলিশ বলছে, ডাকাতির কোন আলামত পাওয়া যায়নি। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে ধলাবাড়িয়া গ্রামের মৎস্যচাষী আব্দুল কাইয়ুমের বাড়িতে ঘটনাটি  ঘটে।

ভুক্তভোগী মৎসচাষী আব্দুল কাইয়ুম সরদার জানান,  রাত টার দিকে /১০ জনের একটি ডাকাত দল গ্রীলের তালা ভেঙ্গে তার বাড়িত  প্রবেশ করে। প্রথমে তার বৃদ্ধ মাকে অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের দরজা খুলতে বলে তারা। এরপরে পৃথক ৪টি রুমে ঢুকে বাড়ির সবাইকে একই রুমে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে লুট করতে থাকে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব জানান, ডাকাতির কথা শুনে তিনি থানায় খবর দেন। রাত ৪টার দিকে ঘটনাস্থলে আসে পুলিশ।

কালিগজ্ঞ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান জানান, ঘটনাটি শোনামাত্র ঘটনাস্থল পরিদর্শন করা হয়েন। তবে  ডাকাতির কোন আলামত পাওয়া যায়নি। মনে হচ্ছে, এটি একটি চুরির ঘটনা। খুব তাড়াতাড়ি মূল ঘটনা উৎঘাটনসহ অপরাধীদের আইনের আওয়তায় আনা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর