সাড়ে ৫ হাজারের বেশি কৃষক পেলেন প্রণোদনার বীজ-সার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৩


নাটোরের গুরুদাসপুরে তালিকাভুক্ত ৫ হাজার ৬০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ.সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। 

চলতি রবি মৌসুমে গম,সরিষা,পেয়াজ,মসুর,মুগ,খেসারীর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের কৃষি প্রণোদনার আওতায় এ সার ও বীজ দেওয়া হয়। বিতরণ কর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস।

এ প্রণোদনা দেওয়ার জন্য উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মিলে এসব চাষীর তালিকা চূড়ান্ত করা হয়।

তালিকাভুক্ত প্রত্যেক চাষীকে ২০ কেজি গম বীজ,২ কেজি ভুট্টা বীজ, ১ কেজি করে সরিষা ও পেঁয়াজ বীজ, ৫ কেজি করে মুগ ও মসুর বীজ,৮ কেজি খেসারির বীজসহ ১০ কেজি করে ডিএপি ও এমওপি রাসায়নিক সার দেওয়া হয়।

এদিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবনী রায় সভাপতিত্ব করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মতিয়র রহমান সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এ সময় উপকারভোগী কৃষক ছাড়াও উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন,পৌর মেয়র শাহনেওয়াজ আলী,ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার,কৃষি কর্মকর্তা হারুনর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।


বিডি/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে 


মন্তব্য
জেলার খবর