পঞ্চগড়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

পঞ্চগড় প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৩

পঞ্চগড়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তরিকুল ইসলাম নামের এক ভূক্তভোগী। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে পঞ্চগড় জেলা রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন হয়।

তরিকুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার বিশমনি এলাকার মৃত তফির উদ্দীনের ছেলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নিজেই।

লিখিত বক্তব্যে জানানো হয়, গত অক্টোবর নিজের ভোগদখলীয় জমির বাঁশঝাড়ের বাঁশ কাটতে যান তরিকুল ইসলাম। এ সময় স্থানীয় শাহ আলম, সরফরাজ, নিশাদ, সবুজসহ জন তার উপর অতর্কিত হামলা চালায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় তরিকুলের স্ত্রী গত ১২ অক্টোবর জনকে আসামি করে আদালতে একটি মামলা করেন। এদিকে মামলার পর আসামীরা ১৫ অক্টোবর তার পরিবারের ৪ জনের নামে মামলা করেন। মামলায় কাল্পনিকভাবে ১২ অক্টোবর সন্ধ্যায় বিশমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মারামারি দেখিয়ে সে ঘটনায় তাদের জড়ানো হয়। ভুক্তভোগী প্রশাসনের কাছে এ মারামারির বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান। সেই সঙ্গে মিথ্যা অভিযোগে করা মামলা প্রত্যাহারের দাবি জানায়।

ওদিকে অভিযুক্ত শাহ আলম মুঠোফোনে জানান, দুরে আছি। বিষয়টি ফোনে বলা যাবে না।

 

বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর