পঞ্চগড়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তরিকুল ইসলাম নামের এক ভূক্তভোগী। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে পঞ্চগড় জেলা রিপোর্টার্স ক্লাবে এ সংবাদ সম্মেলন হয়।
তরিকুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার বিশমনি এলাকার মৃত তফির উদ্দীনের ছেলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নিজেই।
লিখিত বক্তব্যে জানানো হয়, গত ৯ অক্টোবর নিজের ভোগদখলীয় জমির বাঁশঝাড়ের বাঁশ কাটতে যান তরিকুল ইসলাম। এ সময় স্থানীয় শাহ আলম, সরফরাজ, নিশাদ, সবুজসহ ৯ জন তার উপর অতর্কিত হামলা চালায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় তরিকুলের স্ত্রী গত ১২ অক্টোবর ৯ জনকে আসামি করে আদালতে একটি মামলা করেন। এদিকে মামলার পর আসামীরা ১৫ অক্টোবর তার পরিবারের ৪ জনের নামে মামলা করেন। মামলায় কাল্পনিকভাবে ১২ অক্টোবর সন্ধ্যায় বিশমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মারামারি দেখিয়ে সে ঘটনায় তাদের জড়ানো হয়। ভুক্তভোগী প্রশাসনের কাছে এ মারামারির বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান। সেই সঙ্গে মিথ্যা অভিযোগে করা মামলা প্রত্যাহারের দাবি জানায়।
ওদিকে অভিযুক্ত শাহ আলম মুঠোফোনে জানান, দুরে আছি। বিষয়টি ফোনে বলা যাবে না।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে