পতন সব সূচকে, লেনদেনও কমেছে

১৫ মার্চ ২০২১

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতন দেখা গেছে সব সূচকের। আর আগের কার্যদিবসের তুলনায় লেনদেন  কমেছে ১৮৭ কোটি টাকা। শেয়ার লেনদেন হয় ৩৫১টি কোম্পানির।

এই কোম্পানিগুলোর মধ্যে  দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৭২টির এবং  বাকি ১০৪টির  দর অপরিবর্তিত ছিল। লেনদেন হয় ৬২২ কোটি ৪৪ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এই লেনদেনের পরিমাণ ছিল ৮০৯ কোটি ৫০ লাখ ১৯ হাজার টাকা।

রোববার ১৬ কোটি ২৯ লাখ ৩৯ হাজার ৫২১টি শেয়ার এক লাখ ৪৭ হাজার ৪০১ বার হাতবদল হয়। শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে লেনদেনে। প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ দশমিক ৭০ পয়েন্ট কমে পাঁচ হাজার ৫১৯ দশমিক ১৫ পয়েন্টে পৌঁছায়, ডিএসইএস সূচক ৭ দশমিক ৯৬ পয়েন্ট কমে এক হাজার ২৫৭ দশমিক ৮০ পয়েন্টে অবস্থান করে, ডিএস৩০ সূচক ২৮ দশমিক ৩৭ পয়েন্ট  কমে দুই হাজার ১২৬ দশমিক ২৯ পয়েন্টে স্থির হয়।

এই দিন বাজার মূলধন চার হাজার ৯৮৪ কোটি ৬৮ লাখ ৬১ হাজার টাকা কমে দাঁড়ায় চার লাখ ৭৭ হাজার ৮৬৯ কোটি ৬২ লাখ ২৩ হাজার টাকায়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। ৮ দশমিক ৭৪ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল রহিমা ফুড লিমিটেড। 

এমকে9


মন্তব্য
জেলার খবর