নিষেধাজ্ঞাকালে চরভদ্রাসনে ইলিশ শিকারে জেলেদের অপতৎপরতা

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৩

ইলিশ প্রজনন মৌসুমে ইলিশ ধরা ও বেচাকেনা নিষিদ্ধ ঘোষণা করলেও ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদী এলাকায় ইলিশ শিকারে তৎপর রয়েছে জেলেরা। এদিকে নিষেধাজ্ঞার ২২ দিন  তাদের এ অপতৎপরতা রুখতে সজাগ রয়েছে স্থানীয় প্রশাসন।

পদ্মা নদী থেকে ইতোমধ্যে ২ হাজার ৫শ’ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১৬০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। এ সময় জেলেকে আটক করা হলেও কোনো ইলিশ উদ্ধার করা যায়নি।

সোমবার (১৬ সেপ্টম্বর) সকাল ১০ টা থেকে বিকাল টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জাল জব্দ ও ৫ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী মোর্শেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত আটক ৫ জেলেকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের আদেশে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ওদিকে মোবাইল কোর্ট পরিচালনার সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান,ক্ষেত্র সহকারী মো. শামীম আরিফিন , ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারী মো. নাঈম মোল্যা উপস্থিত ছিলেন।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর