ফিলিস্তিনে ইহুদিদের আগ্রাসনী হামলায় নির্বিচারে নারী ও শিশুদের গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ হয়েছে।
ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৭ অক্টোবর) উপজেলার মার্কায মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।
মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে সংহতি সমাবেশ হয়। ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল হকের সঞ্চালনায় ও সভাপতি মাওলানা খন্দকার আবুল ফজলের সভাপতিত্বে সংহতি সভায় বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান আবু হানিফা হানিফ, ইসলামি আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হক আজীজী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মানসুর বীন আহমাদ, অর্থ সম্পাদক মুফতি আয়াতুল্লাহ, ঈশ্বগঞ্জ পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ওয়ালিউল্লাহ, সোহাগী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আশরাফ আলী, মগটুলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম প্রমূখ।
সমাবেশ শেষে ফিলিস্তিনী মুসলিমদের শান্তি কামনা করে দোয়া হয়।সেই সঙ্গে ইসরায়েলের পতাকা পুড়িয়ে হত্যার প্রতিবাদ জানান উপস্থিত জনতা।
বিডি/ হুমায়ুন কবির/সি/এমকে