ইসরায়েলি সব পণ্য বয়কটের আহবান

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৩

ইসরায়েলি সব পণ্য বাংলাদেশে বয়কট করার আহবান জানিয়েছেন সাতক্ষীরা জেলা ঈমাম পরিষদের নেতারা। একই সঙ্গে ফিলিস্তিনি মুসলিমদের জন্য জরুরি ত্রাণ ওষধপত্র পাঠানোর জন্য তহবিল সংগ্রহ কার্যক্রমে সবাইকে সহযোগিতার আহবান জানান তারা।

ফিলিস্তিনি মুসলিমদের উপর ইসরায়েলিদের হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে এ আহবান জানান।  মঙ্গলবার (১৭ অক্টোবর) শহরের নিউ মার্কেট চত্বরে জেলা ঈমাম পরিষদের উদ্যোগে এ  বিক্ষোভ  সমাবেশ হয়।

জেলা ঈমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- মাওলানা জাহাঙ্গীর আলম, হাফেজ মনোয়ার হোসেন মোমিন, মাওলানা রুস্তম আলী তাওহিদী, মাওলানা সাইফুল্লাহ্ আনোয়ার, মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ রোকনুজ্জামান বিপ্লবী, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী প্রমূখ 

বক্তারা বলেন- মুসলিমদের উপর নৃশংসভাবে যে হামলা করছে ইসরায়েল, সেটা মানবতাবিরোধী কর্মকান্ড। নিজেরাই সন্ত্রাসী কর্মকান্ড করে মুসলিমদের সন্ত্রাসী হিসেবে বিশ্বের কাছে অপপ্রচার করছে। অবিলম্বে হামলা ও যুদ্ধ বন্ধ করতে হবে। বক্তারা ।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর