ইসরায়েলি সব পণ্য বাংলাদেশে বয়কট করার আহবান জানিয়েছেন সাতক্ষীরা জেলা ঈমাম পরিষদের নেতারা। একই সঙ্গে ফিলিস্তিনি মুসলিমদের জন্য জরুরি ত্রাণ ও ওষধপত্র পাঠানোর জন্য তহবিল সংগ্রহ কার্যক্রমে সবাইকে সহযোগিতার আহবান জানান তারা।
ফিলিস্তিনি মুসলিমদের উপর ইসরায়েলিদের হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে এ আহবান জানান। মঙ্গলবার (১৭ অক্টোবর) শহরের নিউ মার্কেট চত্বরে জেলা ঈমাম পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ হয়।
জেলা ঈমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- মাওলানা জাহাঙ্গীর আলম, হাফেজ মনোয়ার হোসেন মোমিন, মাওলানা রুস্তম আলী তাওহিদী, মাওলানা সাইফুল্লাহ্ আনোয়ার, মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ রোকনুজ্জামান বিপ্লবী, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী প্রমূখ ।
বক্তারা বলেন- মুসলিমদের উপর নৃশংসভাবে যে হামলা করছে ইসরায়েল, সেটা মানবতাবিরোধী কর্মকান্ড। নিজেরাই সন্ত্রাসী কর্মকান্ড করে মুসলিমদের সন্ত্রাসী হিসেবে বিশ্বের কাছে অপপ্রচার করছে। অবিলম্বে এ হামলা ও যুদ্ধ বন্ধ করতে হবে। বক্তারা ।
বিডি/কিশোর কুমার/সি/এমকে