গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কার ঘটনায় মোটরসাইকেল আরোহী আল আমিন (৪৩)’র মৃত্যু হয়েছে। সোমবার (১৫ মার্চ) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসষ্টান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আল আমিন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামের বাসিন্দা, নাভানা কোম্পানির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন এই জেলায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মো.মতিয়ার রহমান জানান, কাভার্ড ভ্যানটি পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আল আমিন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আল আমিন ফাসিতলা থেকে গোবিন্দগঞ্জ শহরে আসছিল। কাভার্ড ভ্যানটি রংপুরের দিকে যাচ্ছিল্।
আর/এমকে