স্বামীর অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৩

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় স্বামীর শাবলের আঘাতে তার স্ত্রী মারা গেছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা  ঘটে। ঘটনার পর থেকে স্বামী বাড়ি ছেড়ে পালিয়েছে।

ওই মহিলার নাম রানু বেগম (৩০), তিনি একই এলাকার মজিবর রহমানের স্ত্রী। রানু বেগমের স্বজনরা জানান, দারিদ্রতার কারণে রানু বেগমের সঙ্গে তার স্বামীর দীর্ঘদিন ধরে কলহ চলছিল। বুধবার এ নিয়ে ফের তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মুজিবর শাবল দিয়ে রানুর মাথা আঘাত করে। এতে  ঘটনাস্থলেই রানু  মারা যায়। তাদের ১০ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর