দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রিসভা কমিটির উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৩

দেশে দ্রব্যমূল্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট সরকারি সব সংস্থাকে মনিটরিং করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সাংবাদিকদের এ কথা জানান কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। রাজধানী ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কমিটির ১২তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

মন্ত্রী আও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারি কিছু সিদ্ধান্ত সঠিকভাবে কার্যকর হয়নি।

মধ্যস্বত্বভোগীরা সুবিধা নেয় উল্লেখ করে তিনি বলেন- যারা উৎপাদন করে; প্রান্তিক চাষি, তারা যে দাম পায়- বাজারে যখন ভোক্তারা যখন কেনে, সেখানে অনেক তারতম্য। মজুতদারদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, সেটা আইনেই বলা আছে।

 

বিডি/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর