গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধার পলাশবাড়ীতে দোকানঘর ভেঙে দিয়ে বিচারাধীন মামলার জমি দখলে নিয়েছে প্রতিপক্ষ। রোববার (১৪ মার্চ) বিকালে মনোহরপুর ইউনিয়নের গোডাউন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।এই নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তজনা বিরাজ করছে, যে কোনও সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
মামলা ও স্থানীয়দের সুত্রে জানা যায়, জমিটি নিয়ে খামার মাহমুদপুর গ্রামের বাসিন্দা সুফিয়া বেগম ও সাদা মিয়ার মধ্যে বিরোধ দেখা দেয়। এই নিয়ে সুফিয়া বেগম সম্প্রতি আদালতে একটি মামলা করেন।মামলায় সাদা মিয়াসহ ৯ জনকে আসামি করা হয়। মামলার পর প্রতিপক্ষ বিভিন্ন কৌশলে জমিটি দখলের চেষ্টা করলে জমিটির ওপর নিষেধাজ্ঞা জারির জন্য আদালতে আবেদন করেন বাদিপক্ষ।
আদালত আগামী ২৭ এপ্রিল আবেদনের শুনানির দিন ধার্য করেন। কিন্তু তার আগেই রোববার জমিটি দখল নেয় প্রতিপক্ষ।সুফিয়া বেগমের ছেলে সোহরাব হোসেন বলেন, ওই জমি নিয়ে আদালতে মামলা রয়েছে। জমিটা আমাদের দখলে ছিল। কিন্তু তারা পেশীশক্তি দিয়ে দোকানঘর ভেঙ্গে দিল। দোকানঘর ভাঙ্গার সময় হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের চার/পাঁচজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।পুলিশ আমাদের কোনও সাহায্য করেনি।
সাদা মিয়া জানান, সুফিয়া বেগমের সাথে জমি নিয়ে মামলা চলছে। তাদের বিরুদ্ধে আদালতে দফায় দফায় মামলা করে হয়নি করার চেষ্টা করে আসছে বাদিপক্ষ। হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেন জানান, বিরোধপুর্ণ জমিতে পুলিশ কোনও হস্তক্ষেপ করেনি। এই সময় কোন পুলিশ উপস্থিত ছিল না। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এমকে