আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এ মহাসমাবেশের পর টানা কর্মসূচি চলবে তাদের। এর মধ্য দিয়ে শুরু হবে তাদের মহাযাত্রা৷ সরকারের পতন না হওয়া পর্যন্ত এবার আর ফিরে যাবে না দলটির নেতাকর্মীরা৷
বুধবার (১৮ অক্টোবর) রাজধানী ঢাকার নয়াপল্টনে এক সমাবেশ থেকে মহাসমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এ সমাবেশ করে বিএনপি।
মির্জা ফখরুলের বক্তব্যে মহাযাত্রা শুরুর বিষয়টি জানা গেছে। তিনি বলেন, এ মহাযাত্রায় অনেক বাধাবিপত্তি আসবে৷ সব বাধাবিপত্তি উপেক্ষা করে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছুটে যেতে হবে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে অশান্তির এ সরকারের পতন ঘটাব আমরা।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। দলের কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
বিডি/আরডি/এমকে