যে কোনো সময় সরকারি চাকরিজীবীদের ডোপ টেস্ট হবে

নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৩

চাকরিতে যোগদানের সময়তেই কেবল নয়, সন্দেহ হলে যে কোনো সময় সরকারি চাকরিজীবীদের ডোপ টেস্ট (মাদকাসক্ত শনাক্তকরণ পরীক্ষা) করা হবে। আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সচিবালয়ে এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। সভা শেষে মন্ত্রী নিজেই সাংবাদিকদের   কথা বলেন।

মন্ত্রী বলেন, ৭২ ঘণ্টা পরে ডোপ টেস্ট করলে মাদকাসক্ত কি-না, সেটা বোঝা যায় না। সে জন্য সিদ্ধান্ত হয়েছে চাকরিরত যারা আছেন, সন্দেহজনক হলে যে কোনো সময় ডোপ-টেস্ট করা হবে। তিনি জানান, ডোপ টেস্টের নামও পরিবর্তন করা হচ্ছে। নতুন নাম হবে ড্রাগ অ্যাবিউজ টেস্ট। এজন্য নীতিমালা তৈরি করা হবে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর