নৌকাবিরোধীদের নিয়ে নীলফামারীতে যুবলীগের আহবায়ক কমিটি গঠন

নীলফামারী প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৩

নীলফামারীর ডোমার উপজেলায় নৌকাবিরোধী, মাদক মামলার আসামীদের নিয়ে  বোড়াগাড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে সংগঠনটির স্থানীয় নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। ত্যাগী কর্মীদের বাদ দিয়ে বিতর্কীতদের কমিটিতে নিয়ে আসায় জাতীয় সংসদ নির্বাচনে এ নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন যুবলীগের নেতাকর্মীরা।

বোড়াগাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন মুকুল সাধারণ সম্পাদক অনাথ চন্দ্র রায় বলেন, নতুন কমিটির আহবায়ক সুমন প্রকাশ্যে নৌকার বিপক্ষে কাজ করেছে। সে কিভাবে বোড়াগাড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক হয়।

হরিণচড়া ইইনয়নের চেয়ারম্যান রাসেল রানা জানান, আরিফুর রহমান মিলন পাটোয়ারী আমার বিপক্ষে নিবার্চনে চশমা মার্কা নিয়ে প্রার্থী হয়েছিল। নিরঞ্জন রায় নৌকা মার্কার বিপক্ষে কাজ করেছিল। তারা কিভাবে যুবলীগের কমিটিতে আসে।

গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী হওয়ায় ডোমার উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুনকে আহবায়ক পদ থেকে অব্যাহতি দেয় জেলা যুবলীগ। এরপর আহবায়ক পদটি শূন্য হয়।

ডোমার উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক রফিকুজ্জামান রুবেল জানান, নীলফামারী জেলা যুবলীগের নির্দেশে নতুন আহবায়ক কমিটি দেওয়া হয়েছে। কারো কোন অভিযোগ থাকলে জেলা কমিটি বরাবর অভিযোগ দিতে পারে।

নীলফামারী জেলা যুবলীগের সভাপতি রামেন্দ্রনাথ বর্ধন বাপী জানান, লিখিত অভিযোগ পেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর